সোশ্যাল বার্তা : অরাজনৈতিক শিক্ষক সংগঠন বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন বা বিজিটি এ । গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের দুই দশকেরও বেশি সময়ের বেতন বঞ্চনা এবং নিজেদের সম্মান অর্জনের জন্য বিজিটিএ দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে । তবে নিজেদের দাবীদাওয়ার পাশাপাশি করোনা মহামারীতে সাধারণ মানুষের সাহায্যের জন্য এগিয়ে এসেছে বিজিটিএ।
ইতিমধ্যেই শিক্ষক সংগঠন হিসাবে মুখ্যমন্ত্রীর আপৎকালীন ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে ও প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ২লক্ষ টাকার চেক তুলে দিয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিটিএ তার সীমিত সামর্থ নিয়ে।
মঙ্গলবার বিজিটিএ নদীয়া জেলার পক্ষ থেকে নবদ্বীপের ৫০ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন নদীয়া জেলা সম্পাদক অমিত চ্যাটার্জি ও নবদ্বীপের দায়িত্ব প্রাপ্ত শিক্ষিকা তারামনি পাল সহ শিক্ষক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।
সংগঠন এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান- “বিজিটিএ এক অনন্য অরাজনৈতিক শিক্ষক সংগঠন যা মানবিকতার পাশাপাশি গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবি আদায়ে দৃঢ় ভাবে সংগ্রাম করে চলেছে। বর্তমান অবস্থায় সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষ খুব সমস্যার মধ্যে আছে তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সাহায্য এই ক্ষুদ্র প্রয়াস মাত্র”। শিক্ষক সংগঠনের এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা ।