চাপর গ্রামে রেশনের দোকানে মানা হচ্ছে না সামাজিক দুরত্ব

Social

রায়গঞ্জঃ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দিনরাত পরিশ্রম করে বারংবার অনুরোধ করেছেন স্বাস্থ্যবিধি মেনে চলতে, দুরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে অথচ সেসবকে বুড়ো আঙ্গল দেখিয়ে গ্রামেগঞ্জে অনেক জায়গাতেই তা মানা হচ্ছেনা। বিশেষ করে রেশন দোকানের সামনে লক্ষ্য করা যাচ্ছে উপচে পড়া ভিড়।

ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকার বেলন গ্রাম পঞ্চায়েতের চাপর গ্রামের। সেখানে সামাজিক দূরত্ব মানার কোন বালাই নেই। প্রসঙ্গত উল্লেখ্য ঢিল ছোড়া দূরত্ব কিষানগঞ্জে যেখানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতেও হুঁস ফেরেনি সাধারণ মানুষের।

এ প্রসঙ্গে চাকুলিয়া হাই স্কুলের শিক্ষক কমল দাস বলেন “গ্রামবাসী কে বাঁচাতে প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত অন্যথায় ভয়ংকর বিপদ আসন্ন, উনি আরো বলেন এক্ষেত্রে চাকুলিয়া থানা থেকে কমপক্ষে দুজন সিভিক সেচ্ছাসেবক নিয়োগ করা খুব প্রয়োজন।”

Leave a Reply