ধামসা মাদল যাদের রোজগারের ভরসা, সেই আদিবাসী শিল্পীরা কেমন আছে!

Social

মলয় দে নদীয়া:- জেলা নদীয়া, সংস্কৃতি ও বিভিন্ন শিল্পকলায় এক বিশেষ পরিচিতির স্থান এই সমস্ত শিল্পীদের । এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন কবি নাট্যকার লোকশিল্পীর মতো বহু স্বনামধন্য ব্যক্তি যাদের পরিচিতি সারা বিশ্ব জুড়ে।

বছরের ১২ মাসে তেরো পার্বনে বিভিন্ন সরকারি বেসরকারি অনুষ্ঠানের মধ্যদিয়ে কেটে যায় শিল্পীদের সময়, এবছর ২০২০ সালে ইতিহাসের পাতায় জায়গা করে নিল মরণ রোগ করোনা ভাইরাস যার কারণে স্তব্ধ হয়ে গেল গোটা বিশ্ব থমকে গেলো সব কিছুই।

শিল্পীদের শৈল্পিক সত্তা হারিয়ে যেতে বসেছে, তাই অসমীয়া সুরের ঝুমুর নাচে মেতে উঠতে দেখা গেল একদল ঝুমুরিয়াদের। খোলা আকাশের নিচে নদীর তীরে মন মাতানো ধামসা মাদল পায়ের ঝুমুরের তালে অসমীয়া ছন্দে নেচে তাদের আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করছেন সকলের মঙ্গলের জন্য। দীর্ঘ লকডাউন এর কারণে অন্যান্য জেলাগুলির কোন অনুষ্ঠানের আমন্ত্রণও পাচ্ছে না। খুব অল্প বয়স থেকেই এই ঝুমুর নৃত্যের সাথে যুক্ত এই কিশোর কিশোরীরা। তাই পুরোনো অভ্যাস কে বজায় রাখতেই নদীর তীরে মাঝে মধ্যেই ঝুমুর নাচে মেতে ওঠে ওই কিশোর কিশোরীরা। কিছুদিন আগেই হয়ে গেল হুল দিবস, তাও জেলায় এক আধটা অনুষ্ঠান অথচ এ ধরনের দলের সংখ্যা প্রায় দশ বারোটি।

Leave a Reply