এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ শিবলিঙ্গ মন্দিরে শ্রাবণ মাসের সমস্ত অনুষ্ঠান বাতিল

Social

অঞ্জন শুকুল ,নদীয়া : রাজ্য জুড়ে আনলক টু শুরু হতেই বিভিন্ন এলাকার মন্দির, মসজিদ খুলে যাচ্ছে তখন নদীয়া জেলার শিবনিবাস মন্দির কর্তৃপক্ষ তাদের শ্রাবণ মাসের বড় উৎসব বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ।

দেশজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

প্রায় আড়াই’শো বছরের প্রাচীন শিবনিবাসের এই শিবমন্দির প্রতিষ্ঠা করেছিলেন নদীয়ারাজ কৃষ্ণচন্দ্র। মন্দিরের সেবায়েত স্বপন ভট্টাচার্য বলেন বর্গী আক্রমণের ভয়ে একসময় রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী ছিল এই শিবনিবাস। প্রতিবছর শ্রাবণ মাসের প্রতি সোমবার মন্দিরে লোক সমাগম হলেও শেষ দুটি সোমবার পূর্নাজনের জন্য দূর-দূরান্ত থেকে ভক্তরা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে এই শিবনিবাস মন্দিরেই আসেন।

শ্রাবণ মাসের শেষ দুটি সোমবারে হাজার হাজার ভক্তরা নবদ্বীপ গঙ্গা থেকে জল নিয়ে বাঁকে করে পায়ে হেঁটে দীর্ঘ চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে উপবাস থেকে শিবনিবাস মন্দিরের শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যান।

মন্দিরের সেবায়েত স্বপন ভট্টাচার্য জানান শ্রাবণ মাস শিব ঠাকুরের জন্ম মাস। সেই কারণে দূরদূরান্ত থেকে বাঁকে করে গঙ্গার জল নিয়ে এসে শিবঠাকুরের মাথা জল ঢালেন।

তিনি বলেন, ‘‘ভক্তদের দৃঢ় বিশ্বাস তাতে ভগবানের কৃপা লাভ হয়। এই মন্দির চত্বর জুড়ে বসে মেলাও। এই মারণ রোগ করোনা যেভাবে গ্রাস করছে। সেই কথা ভেবেই ভক্তদের জমায়েত এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ।”

Leave a Reply