মলয় দে, নদীয়া :- নদীয়া জেলার ফুলিয়ার তারক ব্যানার্জির মাঠ, এবং ভাটার মাঠে রথের সাতদিন চলেছিলো অভিনব ঘুড়ির প্রতিযোগিতা। চারকোনা ,ড্রাগন, রথ, পক্স, প্রজাপতি, চ্যাং বা ডাক ঘুড়ি, মৌচাক ,পান্না, মাছরাঙ্গা,ঈগল ,অক্টোপাস, সাপ, ব্যাঙ, ডলফিন, চরকি, পালতোলা জাহাজ আগুনপাখি, পেঁচা, কঙ্কাল, ঢাউস ঘুড়ি, পতাকা ,বাক্স ঘুড়ি আরো কত কি নাম ! কোনোটাই লাটাই হাতে মানুষটির থেকে আকার আকৃতিতে কোন অংশে কম নয়।
বুদ্ধদেব বসাক,দিজেন সরকার ,বিস্বজিত বসাক, সুধীর বসাক ,মনোরঞ্জন বসাক, অনিল পালের মতো প্রায় ৪০ জন ঘুড়ি প্রেমিকরা রথের আগে এক মাস থেকে অভাব দারিদ্রতাকে উপেক্ষা করেই তৈরি করেন একান্তে। তারপরে হঠাৎ মাঠ ভর্তি দর্শকের সামনে বছরের তাক লাগানো সেরা ঘুড়িটি উড়িয়ে সকলকে আনন্দ দিয়ে কুড়িয়ে নেন হাততালি ওইটুকুই তো পাওয়া!
সরকারি সহযোগিতাও নেই, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিযোগিতার আয়োজনও নেই! তবে কখনো কখনো ঘুড়ি শিল্পী বলেন সেটুকুই বাড়তি পাওনা।