গনধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

Social

মলয় দে নদীয়া :- আবারো বড়োসড়ো সাফল্য পেলো নবদ্বীপ থানার পুলিশ। সম্প্রতি নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় গণধর্ষণ কান্ডে তিন অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সূত্রের মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় এক বছর ৪২ এর মহিলার ওপর দীর্ঘ সময় ধরে পাশবিক অত্যাচার চালায় বেশকিছু দুষ্কৃতী। ভোর রাতে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। কিন্তু ততক্ষণে অভিযুক্তরা পগারপার হয়ে যায় ঘটনাস্থল থেকে। ওই ঘটনায় গত শুক্রবার ভোরে নবদ্বীপ থানায় নির্যাতিতা মহিলার এক আত্মীয় বেশকিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়ে দীপক দাস, মন্টু মন্ডল, সুবীর ওরফে লাল্টু লাহিড়ী নামক তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এরপরে তাঁদের আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে ১০ দিন ৯ দিন এবং ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হবার তিন দিন আগেই আজ পুনরায় আদালতে পেশ করা হয় ওই তিন অভিযুক্তদের। জানা যায়, বিচারক ওই তিন অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply