রায়গঞ্জঃ তিনি করোনা মুক্ত হয়েছেন। কিন্তু কোভিড হাসপাতালে থাকাকালীন অযত্নে বৃষ্টিতে ভিজে বিগড়ে গিয়েছে তাঁর টোটো। এখন সংসারের একমাত্র রোজগারের সঙ্গী টোটো খারাপ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রায়গঞ্জ শহরের বীরনগরের ভবেশ বর্মন। রায়গঞ্জ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভবেশবাবুর গত ১০ জুন লালারসের পরীক্ষায় করোনা ধরা পড়ে। এই ঘটনায় শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। পরে কোভিড হাসপাতালে চিকিৎসার পরে তিনি করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে এসে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এখন সুস্থ হয়ে রোজগারের পথে নামবেন, কিন্তু তাঁর একমাত্র রোজগারের উপায়টি বিগড়ে রয়েছে। ভবেশ বাবু বলেন, “আমার টোটোটি অযত্নে খোলা আকাশের নীচে এই ক’দিন পড়েছিল। সেই কারনে বৃষ্টির জলে বেশ কিছু কলকব্জা নষ্ট হয়ে গিয়েছে। আমি পরিবারের একমাত্র রোজোগেরে। এতদিন কোভিড হাসপাতাল এবং হোম কোয়ারেন্টাইনে থাকায় রোজগার কিছুই হয়নি। এখন এমন পরিস্থিতি, যে টোটো মেরামত করার মতো আর্থিক সঙ্গতি আমার নেই।” পরিবারে স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, এক মেয়ে স্কুলে পড়ে। টোটো চালিয়েই স্ত্রীর চিকিৎসা, মেয়ের পড়াশোনা সহ সংসার খরচ চালান ভবেশ বাবু। যদিও রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে করোনা জয়ী ভবেশ বর্মনকে কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করবেন।