দেবু সিংহ,মালদা : দুয়ারে রেশন প্রকল্পের ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো প্রশাসনিক ভবন চত্বরে।
নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য সরকারের উদ্যোগে এবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে রেশন সামগ্রী। এই নিয়ে মানুষকে সচেতন করতে মঙ্গলবার বিকেলে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে উদ্বোধন করা হয় ৫ টি ট্যাবলোর।
উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলা খাদ্য নিয়ামক পার্থ সাহা সহ অন্যান্য আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী এবার থেকে রেশন সামগ্রী পৌঁছে যাবে দুয়ারে দুয়ারে।
আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার বিকেলে। জায়ান্ট স্ক্রিন এর মাধ্যমে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দুয়ারে রেশন ট্যাবলোর।