রক্তসংকট দূর করতে শিবিরের আয়োজন স্বেচ্ছাসেবী সংস্থার

Social

রায়গঞ্জঃ করোনা পরিস্থিতিতে অনেকেই রক্তদান করতে ভয় পাচ্ছেন।ফলে ইসলামপুর মহকুমা হাসপাতালে এই মুহুর্তে চলছে রক্ত সঙ্কট। এই পরিস্থিতিতে মূলত সমাজকর্মীরাই বাঁচিয়ে রেখেছেন ইসলামপুরের ব্লাড ব্যাংককে। তাই ফের ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে এগিয়ে এলেন ইসলামপুরের যুবক যুবতীরা। কিন্তু রোগীর রক্তের প্রয়োজন হলে তার প্রাণ বাঁচাতে রক্তদান ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। এই কথা মাথায় রেখে ব্লাডমেটস নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রবিবার ইসলামপুর ডরমেটরিতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সমাজকর্মী দিব্যশ্রী ভট্টাচার্য্য তার নিজ উদ্যোগে এলাকার যুবক যুবতীদের নিয়ে এই শিবির পরিচালনা করেন। এই শিবিরে ৬ জন তরুণী মোট মোট ৩২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। এই শিবিরে রক্তদান করে ইসলামপুর থানার ট্রাফিক ওসি সৌমিক চক্রবর্তী। সংগৃহিত রক্ত ইসলামপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকে পাঠানো হয় ।

Leave a Reply