বাঁদরের আক্রমণে , বীরনগরে অতিষ্ট সাধারণ মানুষের

Social

মলয় দে, নদীয়া:- সম্প্রতি ঘটে যাওয়া নদীয়ার বীর নগরে কুকুরের আতঙ্ক কাটতে না কাটতেই সেই তালিকায় নতুন সংযোজন এইবার বাঁদরের আক্রমণ। আর এই বাঁদরের আক্রমণে বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন । ঘটনাটি নদীয়া জেলার তারাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুরেশ নগর এলাকার। এই ঘটনায় বাঁদরের কামড়ে আহত হয়েছেন ওই এলাকায় বসবাসকারী ৫ জন মানুষ ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫-৬ দিন ধরে একটি বাঁদরের দল দাপিয়ে বেড়াচ্ছে ওই এলাকায়। যার কারণে সম্পূর্ণভাবে বিঘ্নিত হচ্ছে এলাকায় বসবাসকারী মানুষজনের স্বাভাবিক জীবনযাত্রা। এলাকার মানুষ নিত্য প্রয়োজনের তাগিদে নিজের বাড়ির ছাদে পর্যন্ত উঠতে পারছেন না, এমনকি ছোট ছোট ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা স্কুল, প্রাইভেট যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে বাঁদরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য। বাড়ির ছাদে উঠে কাজ করতে গিয়ে বাঁদরের কামড়ে গুরুতর আহত হয়েছেন‌ মীরা বিশ্বাস নামে এক মহিলা সহ ৪জন ব্যক্তি। তাদের মধ্যে দুজনের অবস্থা শোচনীয় হওয়ার তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে উচ্চতর চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।
এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিপুল মন্ডল বলেন, “ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি প্রশাসনিক স্তরে সভাপতি সহ স্থানীয় বিডিও ও রেঞ্জ অফিসার কে জানানো হয়েছে”। কবে বাঁদরের আক্রমণের হাত থেকে নিজেরা রক্ষা পাবেন, তার দিন গুনছেন তারাপুর গ্রামের বসবাসকারী মানুষজন। পাশাপাশি স্থানীয় প্রশাসন এই বিষয়ে অবিলম্বে দৃষ্টিপাত করুক বলেও দাবি জানিয়েছেন তারা।