রায়গঞ্জঃ গ্রাম থেকে রায়গঞ্জ শহরে ডাক্তার দেখানোর জন্য স্বামীর সঙ্গে মোটর বাইকে চেপে আসার পথে রাস্তাতেই সন্তানের জন্ম দিলেন এক প্রসুতি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মা ও শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে কুলিক সেতুর কাছে। জানা গিয়েছে, স্ত্রীর প্রসব যন্ত্রনা উঠলে রায়গঞ্জের পানিশালা গ্রামের আকবর আলি তাঁর স্ত্রী রেনু খাতুনকে মোটরবাইকে চাপিয়েই রায়গঞ্জ চিকিৎসকের কাছে নিয়ে আসছিলেন। কুলিক সেতুর কাছে পৌঁছনোর সময় রেনুর চুড়ান্ত প্রসব যন্ত্রনা ওঠে। আকবর বাধ্য হয়ে আশেপাশের বাসিন্দাদের সাহায্য নেন। স্থানীয় মহিলারাই রেনু খাতুনকে প্রসব করনোর ব্যবস্থা করেন। সেখানেই রেনু এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে স্থানীয় ভুটভুটি চালক রামচন্দ্রের সহযোগিতায় মা ও শিশুকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভুটভুটি করেই মেডিকেল কলেজে নিয়ে আসা হয় মা ও শিশুকে। তারা দুজনেই সুস্থ আছেন।
ডাক্তার দেখাতে আসার পথে রাস্তাতেই প্রসব করলেন মহিলা –