মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর সূত্রাগড় অঞ্চলের, মৌচাক কলোনিতে ৬২ বছর বয়স্ক পেশায় কাপড়ের ব্যবসায়ী শ্যামল কুমার গোস্বামী দীর্ঘ ৬-৭ বছর ধরে তিনি এবং তার স্ত্রী ভাড়া রয়েছেন একটি বাড়িতে। ওই বাড়িটি নৃসিংহপুর নিবাসী অসীম বালার শশুরের বলেই জানা গেছে।
শ্যামল বাবু জানান গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ ওই এলাকার একজন এবং বহিরাগত এক যুবক মদ্যপ অবস্থায় এসে বেশ কিছু টাকা দাবি করে। ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার কারণে, মূল মালিকের সঙ্গে যোগাযোগ করতে বলে দরজা বন্ধ করে দেয় তিনি। এরপর ওই দুই দুষ্কৃতী মিলে তার বাইরে লোহার গেটে এবং ঘরের একটি দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে।
শ্যামল বাবু শান্তিপুর থানার পুলিশকে ফোন করলে, তাৎক্ষণিক এসে পৌঁছায়! ততক্ষণে অবশ্য ওই দুই দুষ্কৃতি নিয়ে চম্পট দেয়। বিস্তারিত ঘটনা আজ সকালে লিখিত অভিযোগ পত্র শান্তিপুর থানায় জমা করেছেন বলেই জানান শ্যামল বাবু।
এ প্রসঙ্গে ওই বাড়ির মূল মালিকের জামাতা অসীম বালা জানান, দীর্ঘ ছয় সাত বছর ধরে ওনারা ভাড়া আছেন, কোনদিন এই রকম শুনিনি! এমনকি আমাদেরও কোনদিন অর্থের দাবি করেননি কেউ! প্রশাসনের উপর ভরসা আছে নিশ্চয়ই তারা সত্যের তথ্য উদঘাটন করতে সমর্থ হবেন, দোষীরা শাস্তি পাবে।