মলয় দে নদীয়া:-আরবী ‘ রমজ ‘ শব্দটির থেকে রোজা শব্দের উৎপত্তি হয়েছে । ‘ রমজ ‘ শব্দটির অর্থ পোড়ানো বা জ্বালানো । আগুনে পুরিয়ে যেমন কোনো ধাতুকে নিখাদ করা হয় রোজাও তেমনি ।
রোজা অসৎ প্রবৃত্তিকে নাশ করে সুপ্রবৃত্তির ও সততার উন্মোচন ঘটায় । পৃথিবীর বিভিন্ন ধর্মের মধ্যেই উপবাস বা রোজার রেওয়াজ রয়েছে । সারাদিন সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু পানাহার ও স্ত্রী সহবাস বর্জন করা ছাড়াও এখানে মিথ্যা কথা বলা , অসামাজিক কাজকর্ম করা , ঝগড়া বিবাদ , কুপ্রবৃত্তি , অন্যায় আচরণ , প্রতিহিংসা পরায়নতা — এইসমস্ত ক্রিয়া কর্মের মধ্যে লিপ্ত না থাকা বা বিরত থাকা একজন রোজাদারের আবশ্যিক কর্তব্য এমনটাই তাদের ধর্মীয় প্রতিবিধান রয়েছে ।
রমজান মাসের সূর্যদ্বয়ের আগে থেকেই কর্মব্যস্ত মানুষ সকল কর্মব্যস্ততা ভুলে ইফতারি বানানো , ইফতারি সাজানো এবং ইফতারি বিতরণের জন্য ব্যাস্ত হয়ে পড়েন। প্রতিবেশী , পরিবার বা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তাদের মধ্যে ইফতার করার রেওয়াজ রয়েছে ।
রোজা করার একদম অন্তিম পর্বে ঈদ অনুষ্ঠিত হয় । অর্থাৎ ঈদ রোজার অংশ । যে পূর্ণ একমাস নিষ্ঠার সাথে রোজা পালন করেছে তার জন্য ঈদ । রমজান মাসে যে রোজা পালন করেনি তার জন্য ঈদ নয় । বিগত বছরে করোনা পরিস্থিতির কারণে ঈদ অনুষ্ঠানের উপলক্ষ্যে জমায়েতের বিভিন্ন বিধিনিষেধ ছিল , তবে এবছর সকাল থেকে বর্ষণ মুখর পরিস্থিতি হলেও তাকে উপেক্ষা করে প্রচুর মানুষের জমায়েত ও আনন্দ উৎসবের চিত্র ধরা পড়েছে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ।