শ্যামল কান্তি বিশ্বাস : লাদাখ সীমান্তে চীন সেনাদের আক্রমণে শহীদ ২০ ভারতীয় সেনা। ঘটনায় সারা দেশ শোকাহত। নিন্দার ঝড় বইছে সারা দেশ ব্যাপী।চীনের এই কাপুরুষচিত পৈচাশিক আক্রমনের ‘প্রতিউত্তরের’ জন্য ভারত প্রস্তুত।বীর শহীদ সেনাদের অমর আত্মার প্রতি শ্রদ্ধা সহ তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সমগ্ৰ দেশবাসীর সঙ্গে বগুলার সর্বস্তরের নাগরিকবৃন্দ ও নানা কর্মসূচি পালন করে চলেছে।বগুলার প্রাক্তন ভারতীয় সৈনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজ ২২ শে জুন সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বগুলা কলেজ রোড স্থিত শ্রীহরি শিশু নিকেতন প্রাঙ্গণে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
আয়োজক সংস্থার সদস্যগন সহ সর্ব স্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক বৃন্দের উপস্থিতিতে বীর শহীদ দের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক নিবেদন সহ মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রতিকৃতিতে মাল্যদান করেন, আয়োজক সংস্থার সভাপতি লক্ষণ চন্দ্র বিশ্বাস (এক্স সুবেদার মেজর, আর্মি), সুনীল কুমার বিশ্বাস (এক্স ডেপুটি কমান্ডেন্ট, বিএসএফ), সংস্থার কার্যকারী সভাপতি অলোক কুমার পাত্র ( এক্স সুবেদার, আর্মি),সংস্থার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মন্ডল ( এক্স হাবিলদার, আর্মি), ভাইস প্রেসিডেন্ট কানাই লাল বিশ্বাস ( এক্স সুবেদার, আর্মি), তরুণ রায়,এক্স সুবেদার, আর্মি), সহ সিভিলিয়ান শ্যামল ভৌমিক, সাংবাদিক কার্তিক বিশ্বাস প্রমুখ।সভায় ঘটনার তীব্র প্রতিবাদ সহ চীনের উৎপাদিত পণ্য বয়কটের ডাক দেওয়া হয়।সমগ্ৰ সভাটি সঞ্চালনা করেন সংস্থার সভাপতি, এক্স সুবেদার মেজর (আর্মি),লক্ষণ চন্দ্র বিশ্বাস।