দেবু সিংহ ,মালদা: বাইক দুর্ঘটনায় ৩ মৃত পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। ওই অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আবারো মানবিকতার পরিচয় রাখল মোথাবাড়ি থানার পুলিশ।
লকডাউন থেকে মানুষের পাশে সারাক্ষণ থেকে এসেছে তারা। চাল, ডাল, আলু, তেল-সহ আর্থিক সাহায্যও করা হয়। উল্লেখ্য, পুরাতন মালদায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। মৃতরা হলেন স্বপন মন্ডল (৪৫) মনোজ কুমার মন্ডল (২২) এরা নিজস্ব কাকাতো ভাই। আর একান্ত প্রতিবেশী আত্মীয় বাপি মন্ডল (১৮)।
মালদা শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে পঞ্চানন্দপুর-২ গ্রামপঞ্চায়েতের গঙ্গা পার্শ্ববর্তী যুগলতলা সংলগ্ন রাজারামটোলা গ্রামে বাড়ি তাঁদের। সকলেই শ্রমিক পরিবারের। গ্রামের মধ্যে মনোজ মণ্ডল সবচেয়ে উচ্চ শিক্ষিত ছিলেন। স্নাতক পাশ।