মলয় দে নদীয়া:- ১৯৯৯সালের মাধ্যমিকে বিভিন্ন বিদ্যালয় থেকে বন্ধুরা প্রাইভেট টিউশন পড়তে, অথবা স্কুলের উচ্চ মাধ্যমিক পড়তে বা তারও পরবর্তীতে কলেজে গিয়ে বন্ধুত্ব হয়েছিল নিবিড়। কিন্তু পেশার চাপে সংসারের দায়বদ্ধতায় বন্ধুত্বে ভাটা পড়েছিলো অনেকটাই! এন্ড্রয়েড মোবাইলের কল্যাণে বিজ্ঞানের প্রভূত উন্নতির কারণে বন্ধুত্বের মেলবন্ধন ঘটিয়েছিলো হোয়াটসঅ্যাপে। অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে জেলা বা রাজ্যের বাইরেও
কিন্তু তাতে কি বা আসে যায়! শারীরিকভাবে উপস্থিত না থাকতে পারলেও সাহায্য সহযোগিতা, সিদ্ধান্ত গ্রহণ করতেই তাদের ভূমিকা প্রশংসনীয়। এর আগে লকডাউনে কর্মহীনপ্রান্তিকদের সহযোগিতা, কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে খাবার পৌঁছানোর কাজ ছেড়ে এবার সরকারি ব্লাড ব্যাংকের রক্তাল্পতা দূর করতে ৩০ জন সদস্য সামিল হয়েছেন রক্তার্পণে।
দুর্গামনি শ্রী পাঠশালায় আয়োজিত হয়েছিলো মহতি এই কর্মকান্ডের।