সোশ্যাল বার্তা : গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের বেতন বঞ্চনা সহ নিজেদের সম্মান অর্জনের জন্য দীর্ঘ ২বছর ধরে আন্দোলন করে চলেছে বিজিটিএ বা বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন । পাশাপাশি করোনা মহামারীতে সাধারণ মানুষের জন্য এগিয়ে এসেছে এই অরাজনৈতিক শিক্ষক সংগঠন।
ইতিমধ্যেই শিক্ষক সংগঠনটি সরকারের আপৎকালীন ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যবৃন্দ ।
বৃহত্তর গ্রাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন এর নদীয়া জেলার পক্ষ থেকে রানাঘাটের মুড়াগাছা অঞ্চলের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের ১০০জন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারকে গতকাল শিক্ষা সামগ্রী ও ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজিটিএ রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য সহ নদীয়া জেলা সভাপতি কার্তিক পোদ্দার, মহকুমা সম্পাদিকা শ্রাবনী দত্ত, মহকুমা কমিটির সদস্য সুবোধ দেবনাথ , জেলা সদস্য সুব্রত বাবু ও সুদীপ বাবু সহ অন্যান্যরা ।
লকডাউনে অভিভাবকদের হাতে নগদ পয়সার অভাব তাই ছাত্রছাত্রীদের পড়াশোনা ক্ষেত্রে কিছুটা যাতে সুরহা হয় তার জন্য ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী হিসেবে খাতা, পেন, পেন্সিল, ইরেজার এছাড়াও কেক, হরলিক্স, ডিম, নুডুলস, বিস্কুট, লাড্ডু, সয়াবিন, মাস্ক, সাবান, ইত্যাদি।
একই সঙ্গে আমফানে ক্ষতি গ্রস্ত পরিবার গুলোর হাতে তুলে দেওয়া হয় একটি করে ত্রিপল ও কিছু খাদ্য সামগ্রী।
সংগঠন এর রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান “বিজিটিএ এক অনন্য অরাজনৈতিক শিক্ষক সংগঠন যা মানবিকতার পাশাপাশি গ্র্যাজুয়েট শিক্ষকদের দাবি আদায়ে দৃঢ় ভাবে সংগ্রাম করে চলেছে। দাবি না মানা হলে আমরা অন্য পথে আন্দোলনে নামবো। বতর্মানে মানুষ খুব সমস্যার মধ্যে আছে তাই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ” ।