বাবার মুখে কেদারনাথের বরফের শিবলিঙ্গের গল্প শুনে দশম শ্রেণীর ছাত্রর সৃজনশীলতার বহিঃপ্রকাশ

Social

মলয় দে, নদীয়া :-নদীয়ার শান্তিপুরের কুঠির পাড়া সংলগ্ন এলাকার দশম শ্রেণীর ছাত্র ইসপ ঘোষ বাড়িতে ডিপ ফ্রিজ এর মধ্যেই বানিয়ে ফেলল ১০ ইঞ্চির দুটি শিবলিঙ্গের মূর্তি। বাবা ইন্দ্রজিৎ ঘোষ, ইন্দ্রজিৎ বাবু পেশায় একজন স্বর্ণশিল্পী।

এ বিষয়ে ছোট্ট ঈসপ জানায় , লক ডাউন এর মধ্যে যখন বাবার দোকান বন্ধ ছিল, গল্পের ছলে একদিন অমরনাথ যাত্রার কথা বলেন বাবা সেখানে নাকি বরফের শিবলিঙ্গ আছে। তাই শুনে আমি গেল দুদিন আগে একটি গ্লাস ও একটি বাটি দিয়ে বাড়ির ডিপ ফ্রিজের মধ্যে দুটি শিবলিঙ্গ তৈরী করার চেষ্টা করি, ২৪ ঘন্টা যেতেই বাটি ও গ্লাস উঠিয়ে দেখি হুবু হু শিবলিঙ্গের মতোই দেখতে হয়েছে। তারপরই জানাজানি হতেই বাড়ির আশেপাশের সাধারণ মানুষ ও আমার বন্ধুবান্ধব দেখার জন্য ভিড় করে, আমি খুবই খুশি আমার পছন্দের এই শিবলিঙ্গ তৈরি করাতে এ ব্যাপারে আমার মা আমাকে অনেক সাহায্য করেছে। তবে ছোটবেলা থেকেই আমি শিব ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করি, আর দেশকে, তাই আগামীতে জাতীয় পতাকা তৈরি করার চেষ্টা করবো, এমনটাই জানাই ছোট্ট ঈসপ।

Leave a Reply