মলয় দে নদীয়া:- ২০১৮ সালের এই দিনে শান্তিপুর ভারতমাতার ঘোষ পরিবার, এবং বাগচী বাগান এলাকার দেবনাথ পরিবার অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো তাদের পরিবার আলো করে লাজলী ঘোষ দেবনাথ এবং রাম গোপাল দেবনাথের প্রথম সন্তান রুদ্রনীলে জন্য। ছোট্ট রুদ্রনীলের জন্মের ২৪ ঘন্টা যেতে না যেতেই মা লাজলী প্রাণ হারালো।
গত বছর এই দিনে রাজবীর বাবা সংগ্রাম ঘোষের আমন্ত্রণে পরিচিত আত্মীয় বন্ধুরা দিয়ে গিয়েছিলো রক্ত। লাগিয়েছিলো কদম, চাঁপা, কৃষ্ণচূড়ার মতো বেশ কিছু গাছ। তার মধ্যে দু-একটি গাছে এসেছে ফুল। ফুলের সুগন্ধ, দৃশ্য আকর্ষণ এবং গাছের ছায়া পাখির কলরবের মাঝেই আজও বেঁচে আছি লাজলি।
এবছর স্থানীয় ভারত মাতা ক্লাব সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়ে লাজলীর স্মৃতিচারণার বেদনা এবং তার সন্তানের জন্মদিনে র আনন্দ উপলক্ষে বৃক্ষরোপণ এবং রক্তদান বহাল রেখেছেন একইভাবে।
আগত রক্তদাতাদের কথা অনুযায়ী জানা যায়, তাদের দেওয়া রক্তের বিনিময়ে বাঁচবে একটি প্রাণ, থাকবে লাজলীর মান। বৃক্ষরোপণ কারীরা জানান অনেক বৃক্ষ রোপন করে পরিচর্যা না করার থেকে সকলে মিলে প্রতিবছর তিনটে গাছকে বড় করে তুলি, আমাদের মেয়ের মতো যেন হারাতে না হয় আজকে রোপন করা গাছগুলি। যখনই মন কাঁদবে মেয়ের জন্য, এসে একটু দেখা করে যাবো গাছেদের সাথে।
লাজলী একজন নৃত্যশিল্পী ও সমাজসেবী ছিলো তাই শান্তিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সহৃদয় ব্যক্তি, এবং তাঁর গুণমুগ্ধ সকলে আজ উপস্থিত হয়েছিলেন একদিকে লাজলীর স্মৃতিচারণায় অন্যদিকে রুদ্রনীলকে আশীর্বাদ করতে।