চিন সীমান্তে পাল্টা দিতে, জওয়ানদের ওপেন হ্যান্ড ডিল

Social

ওয়েব ডেস্ক : এটা ১৯৬২ সাল নয়। তাই পরে পরে মার খাওয়ার দিন; শেষ হয়ে গেছে। এবার পাল্টা মার দেবে ভারত। চিন সীমান্তে ভারতীয় সেনাকে; পূর্ণ স্বাধীনতা দিল কেন্দ্র। চিনের আগ্রাসন মেনে নেওয়া হবে না কোনওভাবেই; পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সরকারের তরফ থেকে; সেনার হাত সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি গম্ভীর হলে; কোন পদক্ষেপ নিতে ভারতীয় সেনাকে দিল্লী থেকে অনুমতি নেবার প্রয়োজন পড়বে না। পরিস্থিতি অনুযায়ী নিজেদের সুরক্ষার জন্য; চিনা আর্মিকে আক্রমণ করতে পারবে ভারতীয় সেনা। চিনকে পাল্টা মার দিতেই; জওয়ানদের ‘ওপেন হ্যান্ড’ দিল মোদী সরকার।

ভারত সরকার যে কোন রকম এমারর্জেন্সী পরিস্থিতির জন্য; সেনাকে ক্ষমতা প্রদান করেছে। শান্তি বজায় রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করা হলেও; সীমান্তে ভারতের এলাকায়; চিনের কোনওরকম প্রবেশ ও আগ্রাসন মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিল ভারত। তাই পরিস্থিতি অনুযায়ী; নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে সরকারী ছাড়পত্র দেওয়া হল। তিন বাহিনীকেই তৈরি থাকতে বলা হয়েছে; সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য। একই সঙ্গে লাদাখে মোতায়েন সেনা কমান্ড্যারদের বলা হয়েছে; যে কোনও পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে।
ভারত সরকার যে কোন রকম এমারর্জেন্সী পরিস্থিতির জন্য; সেনাকে ক্ষমতা প্রদান করেছে। শান্তি বজায় রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করা হলেও; সীমান্তে ভারতের এলাকায়; চিনের কোনওরকম প্রবেশ ও আগ্রাসন মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিল ভারত। তাই পরিস্থিতি অনুযায়ী; নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে সরকারী ছাড়পত্র দেওয়া হল। তিন বাহিনীকেই তৈরি থাকতে বলা হয়েছে; সবচেয়ে কঠিন পরিস্থিতির জন্য। একই সঙ্গে লাদাখে মোতায়েন সেনা কমান্ড্যারদের বলা হয়েছে; যে কোনও পরিস্থিতিতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে।

Leave a Reply