মলয় দে নদীয়া ‘-গত দুদিন আগে ছিলো মাঘী সপ্তমী। অর্থাৎ শ্রীশ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব দিবস। ঠাকুরের উত্তরসূরী এবং ধর্মপ্রাণ নদীয়ার ভক্ত বন্ধুরা একত্রিত হয়ে নানান ধর্মীয় উপাচার আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করেছিলেন। তবে শুধু দিন নয় সপ্তাহ ভোর চলে এই তিথির বিশেষ গুরুত্ব।
আজ নদীয়ার শান্তিপুর রেলবাজার মার্কেট কমিটির সদস্যরা এবং সংলগ্ন বিভিন্ন দোকানদারেরা শ্রী শ্রী মহাপ্রভুর মিলন উৎসব আয়োজন করে বাবলা অদ্বৈত পাঠে। সেখানে আনুমানিক ১০ হাজার, ভক্তবৃন্দদের মধ্যাহ্ন ভোজের খিচুড়ি এবং দু’রকম তরকারি মিষ্টান্ন সহকারে পরিবেশন করা হয়। উপলক্ষে রেলবাজার থেকে তারা নগর পরিক্রমা করে এসে পৌঁছান শ্রী শ্রী অদ্বৈত আচার্যের সাধন পিঠ বাবলা অদ্বৈত পাটে। সারাদিনব্যাপী বহু মানুষের সমাগমে, কার্যত পরিণত হয় মিলন মেলায়। এই রেলবাজার শুধুমাত্র ধর্মপ্রাণ নয় ,সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকে সারা বছর। কখনো রক্তদান কখনো বা বস্ত্রদান, আর্ত পিড়িতের জন্য তাদের সহযোগিতা দৃষ্টান্তমূলক। বিশেষ এই দিনের তাৎপর্য ব্যাখ্যা এবং ভাগবত পাঠ ও কীর্তন করা হয়।