মলয় দে, নদীয়া:- করোনা সংক্রান্ত সরকারিবিধিকে মান্যতা দিয়ে, বিদ্যালয় খোলা, ট্রেন চালুর মতো বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনের সরব হয়েছিলেন নদীয়ার শান্তিপুরের জন উদ্যোগ। তাদের সদস্যরা পৌঁছেছিলেন শান্তিপুরের বিভিন্ন কাপড়ের হাটে সেখান থেকেই ২৭০০ মানুষের লিখিত রায় সংগ্রহ করেন তারা। বিভিন্ন বিদ্যালয় খোলার বিষয়ে অভিভাবকদের জনমত সম্বলিত স্বাক্ষর তারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে পূর্বেই জমা দেন।
আজ শান্তিপুর রেলওয়ে স্টেশনের সামনে দূরত্ববিধি এবং স্বাস্থ্যবিধি মেনে, স্থানীয় রেলওয়ে কুলি, ভ্যানচালক, টোটো চালক, রেল হকার, স্থানীয় দোকানদারদের সাথে নিয়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করেন। উদ্যোক্তারা দুঃখের সঙ্গে জানান এ ধরনের একটি আন্দোলন করতে গিয়ে তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনী মামলা রুজু করা হয়েছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার জামিন নিতে যাওয়া রানাঘাট কোর্টে প্রচুর মানুষের জমায়েতে, বিভিন্ন রাজনৈতিক দলগুলির সভা সমিতিতে পুলিশি ভূমিকা নিষ্ক্রিয়। তবে সাধারণ মানুষের রুটি রুজির কথা বলার জন্য তারা দৃঢ়প্রতিজ্ঞ, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা প্রতিবাদে সরব থাকবেন তাতে যত বাধাই আসুক না কেনো!