ঝড়ের দাপট কেড়ে শেষ সম্বলটুকু, সরকারি সাহায্যের আশায় দিন কাটছে অসহায় জয়ন্তী মন্ডলের

Social

দেবু সিংহ, মালদা: ঝড়ের দাপট কেড়ে নিয়েছে শেষ সম্বলটুকু, সরকারি সাহায্যের আশায় দিন কাটছে জয়ন্তী মন্ডলের এই অবস্থায় খোলা আকাশের নীচে আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাঁর। গ্রামবাসীরা পাশে দাঁড়ালে কিছাটা স্বস্তি পান তিনি। এখনও সরকারিভাবে কোনও সাহায্যের পাননি তিনি।

মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরে বাস করতেন কমল মন্ডল, বর্তমানে তিনি মৃত। স্বামী মারা যাওয়ার পর জয়ন্তী মন্ডল তার ৪ সন্তানদের নিয়ে সেখানেই বাস করছেন। সম্বল বলতে ওই একখানা ঘর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সেটাও ভেঙে তছনছ হয়ে গিয়েছে। থাকার জায়গা বলতে আর কিছুই নেই।

তবে মানবিক প্রতিবেশী বিজয় মন্ডল তাদের দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের নিজেদের বাড়ীতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।

গ্রামের মানুষদের সহায়তায় দিন কাটছে, মুখে উঠছে সামান্য খাবার।এক স্বেচ্ছাসেবী সংস্থা ‘নতুন আলো’ র পক্ষ থেকে আব্দুল্লাহ বাবু ও যুবরাজ বাবু গিয়ে জয়ন্তী দেবীর সাথে দেখা করেন। সবরকম আশ্বাস দেন তারা। উল্লেখ্য, এই অসহায় দরিদ্র জয়ন্তী দেবী সরকার পক্ষের কাছে ঘরের জন্য আর্জি জানালেও এখনও কোনো সুরাহা হয়নি। সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন জয়ন্তীদেবী।

Leave a Reply