কোয়রেন্টিনের শ্রমিকদের রান্না করা খাবার পরিবেশন শিক্ষক সংগঠনের

Social

রায়গঞ্জঃ কালিয়াগঞ্জের তৃনমুল কংগ্রেস বিধায়ক তপন দেবসিংহকে সঙ্গে নিয়ে শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন কোয়রেন্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের দুপুরের রানা করা খাবার পরিবেশোন করলো। লকডাউনের জেরে ভিনরাজ্য থেকে নিজেদের এলাকায় ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকেরা। একদিকে কাজকর্ম ছেড়ে ফিরে আসার দরুন ভবিষ্যৎ রোজগার নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে ভিনরাজ্য থেকে আসার কারনে বাড়িতে ফিরতে না পেরে কোয়ারেন্টাইনে থাকার কারনে মানসিক উদ্বেগের শিকার অনেকেই। এইসব মানুষদের একটু আনন্দ দিতে চেয়ে বৃহস্পতিবার তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছিল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত সিজগ্রাম, কাচিমোহা, তাহেরপুর কোয়রেন্টিন সেন্টারে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের দুপুরে ভাত, ডাল, সব্জী, ডিম ও পাঁপড় খাওয়ানো হয়েছে।

Leave a Reply