মলয় দে নদীয়া:- মানবিক মূখ্যমন্ত্রী যখন সকল ধর্ম কে সঙ্গে নিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, তখন তার বার্তা কে পাথেয় করে রানাঘাটের মুখ্য প্রশাসক সামপ্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রানাঘাটে।
উৎসবমুখর বাঙালির ঘরে করনার ছোবলে আজ কোন উৎসব নেই । খুব স্বাভাবিকভাবেই পুরোহিত সমাজের ডাক কমে গেছে বাড়ি বাড়ি। এমত অবস্থায় রানাঘাট অঞ্চলের পুরোহিত সমাজ, বৈষ্ণব সমাজ ও মৌলবি-মুয়াজ্জেন দের পাসে এসে দাড়ালেন পার্থসারথি চট্টোপাধ্যায় মহাশয়।
পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন” নদীয়াজেলা সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান, শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেখানে সমগ্র ধর্মকে একসাথে নিয়ে চলাই আমার কর্তব্য বলে মনে করি”।