সোশ্যাল বার্তা : ২১শে জুন বিশ্ব যোগা দিবস,সারা রাজ্যের পাশাপাশি জেলার একাধিক সংস্থার পক্ষ থেকে পালন করা হচ্ছে বিশ্ব যোগা দিবস, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ব্লু স্টার ক্রিকেট এবং এস আই যোগা ফিটনেস কেয়ার উদ্যোগে হলদি নদীর তীরে বিশ্ব যোগ দিবস পালন করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ সে সেপ্টেম্বর রাষ্ট্রসঙ্ঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২১সে জুন টিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন, সেই বছরই ১১ই ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘ সাধারণ পরিষদ ২১সে জুন তারিখ টিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেন।
ব্লু স্টার এসআই যোগা ফিটনেস ক্যাম্পের সম্পাদক শেখ ইব্রাহিম আলী ও ট্রেনার সুনিতা প্রসাদ এবং সায়ন্তনী সাহা বলেন শরীর ও মনকে সুস্থ ও সবল রাখতে নিয়মিত যোগ ব্যায়ামের প্রয়োজন। এতে যেমন শরীরের অধিকাংশ রোগকে দূর হবে। পাশাপাশি শরীরের হিউমিনিটি পাওয়ার আরো বেড়ে যায়। যা অতি মারী কোভিডের মতো ভাইরাস কে এই ব্যায়ামের মাধ্যমে পরাজিত করা সম্ভব বলে জানান ।