সেলুনেও চূড়ান্ত সতর্কতা, নজিরবিহীন ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জে

Social

মলয় দে নদীয়া :-লকডাউনে কর্মহীন হয়ে রয়েছেন অল্প উপার্জন পেশার সঙ্গে জড়িত বহু মানুষ। তার ওপর চুল দাড়ি কাটার মত স্পর্শ কাতর বিষয়ে সচেতন হতে হয় অনেকটাই। সে কথা সকলের না বুঝলেও, কৃষ্ণগঞ্জে বিশ্বজিৎ প্রামানিক বুঝেছেন আগেভাগেই। তাইতো তিনি নজির সৃষ্টি করেছেন জেলার বুকে। দীর্ঘদিন থেকেকরোনা থেকে ভয় নয়, সতর্ক থাকুন l সেলুন খুলে মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বাজারের সেলুন মালিক বিশ্বজিৎ প্রামানিক । নিজে পড়ছেন মাস্ক সহ সংক্ৰমন  ঠেকানোর পোশাক । সেলুন  চত্বরে কারও থুতু ফেলা, অনুমতি না নিয়ে সেলুনে প্রবেশ নিষেধ । একাধিক নিয়ম পালনের  সংগে যারা চুল দাঁড়ি কাটতে আসছেন, তাদের নাম ফোন নম্বর লিখে রাখছেন কারণ, সংক্ৰমন হলে তিনি স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতা করতে পারবেন । যদিও চুল দাঁড়ি কাটতে এসে নিয়ম মানতে দেখে খুশি স্থানীয় মানুষ l তিনি জানালেন, ‘সতর্কতাই হল করোনা থেকে বাঁচার পথ l তাই এই নিয়ম পালন । অন্যান্য বহু সেলুন মালিকেরাও অনুপ্রেরণা পাচ্ছেন জেলা জুড়ে।

Leave a Reply