মলয় দে নদীয়া:-জোরদার শেষ বেলার প্রস্তুতি চলছে মায়াপুর ইসকনের রথে। মাঝে মাত্র আর কয়েকটি দিন তারপরেই মহাসাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইসকন পরিচালিত রথযাত্রা উৎসব।। আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটতে চলেছে মায়াপুর ইসকনে। মায়াপুর ইসকন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রাজাপুর জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলদেব এবং সুভদ্র মহারানী মায়াপুর চন্দ্র রায় মন্দিরের অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করবেন। উল্টোরথ পর্যন্ত মায়াপুরের গুন্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। রথের দিন সাতটি পৃথক সংকীর্তনের দল সহ বিভিন্ন রকম ট্যাবলেট ও সুসজ্জিত বন্যার দা শোভাযাত্রা সহকারে জগন্নাথ বলদেব ও সুভদ্র মহারানী কে, রথে চড়িয়ে আনা হবে মায়াপুরে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হবে মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব।