সোশ্যাল বার্তা: একদিকে কারোনা অাবহে সারাদেশ জুড়ে লকডাউন এর ফলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষই তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত করে ফেলেছে। কিন্তু কি হবে দিন অানা দিন খাওয়া সাধারণ মানুষের বাড়ির ছোট ছোট স্কুল পড়ুয়াদের ? পরিবারের প্রধানের হাতেই যখন অর্থ নেই তখন পড়ার সামগ্রী জুটবে কিভাবে ?
এই সমস্ত প্রান্তিক মানুষের পরিবারের ছোট ছোট ছেলে-মেয়েদের সহযোগিতায় এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণনগর এর স্বেচ্ছাসেবী সংগঠন নতুন সকাল জনকল্যাণ সমিতি ।
আজ ছিল তাদের ৭৩তম দিনের কর্মসূচি । রবিবার কৃষ্ণনগর ১নং ব্লকের দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার দোগাছি মহামায়া মন্দির সংলগ্ন আদিবাসী পাড়ায় আমরা সবাই ক্লাবের মাঠে প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের শিক্ষা-সামগ্রী খাতা, পেন্সিল ও ইরেজার হাতে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।
এরপরে পার্শ্ববর্তী এলাকায় প্রায় ছয়শতাধিক মানুষের জন্য তুলে দেওয়া হয় এক বেলার আহার । ছোট ছোট ৩৫ জন বাচ্চাদের হাতে দুধের প্যাকেট তুলে দেন সংগঠনের সদস্যরা ।
সংগঠনের সভাপতি ভাস্কর দত্ত বলেন ” শিক্ষা সমাজের মেরুদন্ড, প্রান্তিক এলাকায় যেখানে শিক্ষা সামগ্রী কেনার থেকে খাদ্য সামগ্রী জোগাড়ে প্রাণ ওষ্ঠাগত.. তেমন জায়গায় দাঁড়িয়ে এতগুলো বাচ্চাদের জন্য সাধ্যমত শিক্ষা সামগ্রী প্রদান করে আগামীতে তাদের বিদ্যার্জনে উৎসাহিত করায় আজকের কর্মসূচির মূল লক্ষ্য ।”