লকডাউন এ আটকে পড়া, সত্তরোর্ধ্ব মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা বাড়ি ফিরলো নবজাগরণের মানবিকতায়

Social

মলয় দে নদীয়া:- গত ১৭ ই মার্চ ব্যারাকপুর কুমোর পাড়ার মানসিক ভারসাম্যহীন ৭০ বছরের বৃদ্ধা অশোকা দে, মনের অজান্তে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন কাউকে না জানিয়ে। ঘুরতে ঘুরতে ট্রেন পথে শান্তিপুর জংশন।

প্রতিনিয়ত প্ল্যাটফর্মের ভবঘুরেদের খাদ্য পৌঁছে দেয় শান্তিপুরের স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ। ওই বৃদ্ধা সাথে কথা বলে, কোন সদুত্তর মেলেনি। তারমধ্যে লকডাউনে বন্ধ হয়েছে সমস্ত গণ পরিবহন। রাস্তার পাশে বাসস্ট্যান্ডে বা এখানে ওখানে দিন কাটে। শান্তিপুর হাসপাতালের রোগী প্রতীক্ষালয়ের আশ্রয় এবং নবজাগরণের খাদ্যে প্রায় ৮০ দিন কেটে যায় এভাবেই। খাবার দিতে গিয়ে,প্রতিদিনই নবজাগরণের সদস্যরা নানান রকম গল্পের মাধ্যমে নাম ঠিকানা জানতে চায়, স্মৃতি হারানো ওই বৃদ্ধা কাছ থেকে, কোনদিনই সফল হয় না। হঠাৎ আজ দৈবক্রমে তিনি নাম এবং ঠিকানা বলতে সফল হয়েছেন।

বৃদ্ধার বর্ণিত তথ্য অনুযায়ী ব্যারাকপুরে সত্যি সত্যি মিলে গেছে ঠিকানা। সাথে সাথে আজ বৃদ্ধাকে নিয়ে পৌছে যান শান্তিপুরের বেশকিছু সহৃদয় ব্যক্তি সহ নবজাগরণের সদস্যরা। “মায়ের জীবন স্মৃতি সবটাই ফিরিয়ে দিলে, তোমরা ভগবানের দূত” জানালেন বৃদ্ধার সন্তানেরা।

Leave a Reply