নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শ্রদ্ধার সাথে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস

Social

মলয় দে নদীয়া :-১২ ই জানুয়ারি, দেশ জুড়ে শ্রদ্ধার সাথে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সকলেই একসাথে সামিল হয়ে পূর্ণ মর্যাদা ও শ্রদ্ধার সাথে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত করে এই বিশেষ দিনটি।
এই ১২ ই জানুয়ারি দিনটি আবার যুব দিবস উপস্থিতও পালিত হয়।

নবদ্বীপ প্রাচীন মায়াপুর শ্রী রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবসকে স্মরনীয় করতে ১২ থেকে ১৪ ই জানুয়ারি বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজন করেছে। ১২ ই জানুয়ারি সকালে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য নিবেদন, করা হয়।
এর পর শহর জুড়ে এক সু সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা র আয়োজন করা হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় “ঠাকুরের নরেন, নরেনের ঠাকুর ” নামক এক গীতি নাট্য।
এছাড়াও ১৩ ও ১৪ ই জানুয়ারি প্রতিদিন থাকছে স্বামী সোহাগিের ওপর আলোচনা, বিশেষ পুজো সহ বিভিন্ন প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান।

Leave a Reply