পরিবেশ দিবসে পুলিশ প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

Social

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ, নদীয়া: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণগঞ্জ থানার। বিশ্ব পরিবেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে এগিয়ে এল কৃষ্ণগঞ্জ থানা। তাঁরা পরিবেশ রক্ষার্থে বিভিন্ন এলাকায় গতকাল গাছ লাগালেন এবং দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন।

কৃষ্ণগঞ্জ এর বিভিন্ন জায়গায় প্রায় ৬০০ গাছ তাঁরা লাগান । কৃষ্ণগঞ্জ থানা সিদ্ধান্ত নিয়েছিল কৃষ্ণগঞ্জ এলাকাতে তাঁরা বৃক্ষরোপণ কর্মসূচি ঠিক করবেন সেই অনুযায়ী সকাল থেকে কৃষ্ণগঞ্জের বিভিন্ন এলাকাতে তাঁরা গাছ লাগান।

 

কৃষ্ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক  রাজ শেখর পাল জানান- কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে এবং কৃষ্ণগঞ্জ থানার সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবসে আমরা ৫০ টি জায়গাতে ৬০০টি গাছ লাগিয়েছি। প্রতিটা এলাকায় স্থানীয় ক্লাব কে দায়িত্ব দেওয়া হয়েছে গাছগুলো দেখাশোনা ও পরিচর্যা করার জন্য । মেহগনি , লম্বু গাছ কে আমরা প্রাধান্য দিয়েছি তার কারণ এগুলো খুব দামী, ডালপালা কম এবং খুব তাড়াতাড়ি বড় হয় এইসব গাছ। আমফান ঝরে আমাদের পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এই গাছগুলি রোপনের মাধ্যমে প্রকৃতির ভারসাম্য কিছুটা হলেও পূরণ হবে।

গতকালের এই বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কৌশিক বসাক, অতিরিক্ত পুলিশ সুপার বিদিশা কালিকা, কৃষ্ণগঞ্জ সি আই নীহাররঞ্জন রায়, কৃষ্ণগঞ্জ থানার ওসি রাজ শেখর পাল সহ কৃষ্ণগঞ্জ থানার আধিকারিক বৃন্দ।

একই সাথে মাজদিয়া খাসপাড়ায় দু:স্থ মানুষদের মধ্যে রান্না করা খাবার বিলি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রায় এক মাস ধরে জেলার বিভিন্ন প্রান্তে “আমাদের ছোট প্রয়াস” নামে চলছে কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে খাদ্য প্রদান কর্মসূচি ।  বিশ্ব পরিবেশ দিবসে খাবার পেয়ে খুশি এলাকা বাসী। প্রশাসনের এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply