মলয় দে নদীয়া:-একদিকে বৃষ্টি অপরদিকে বাঁধের জল ছাড়া ভাসলো কল্যাণী ব্লকের চাঁদুরিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের সান্যাল চরের বেশ কয়েকটি এলাকা মালোপাড়া, বিশ্বাস পাড়া, নতুন পাড়া, ঢঙ্গি পাড়া। আরো তিন দিনের কোটাল এলাকার বাসিন্দারা মনে করছে আরো ভয়ানক বা ভয়াবহ আকার সৃষ্টি করতে পারে এলাকার বয়স্ক মানুষরা রাত জেগে বসে আছে আতঙ্কে।
গঙ্গা ওভার ফ্লো হয়ে গেছে এলাকা দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকছে, প্রত্যেকের বাড়িতে কোমর সমান জল ২০০০ সালের বন্যার কথা মনে পড়ে মনে করিয়ে দিচ্ছে এলাকার মানুষদের চাষের জমি চাষের জমি সহ ভিটে জমি সব জলের তলায় তার ওপরে জোয়ার এলাকার মানুষ জানিয়েছেন যে তিন দিন কোটালে আরো ভয়ানক অবস্থা সৃষ্টি হবে তার মধ্যে ভাঙছে গঙ্গা মালোপাড়া কিছু অংশ জলের তলায় অনেকের বাড়ি জল ঢুকে গেছে গঙ্গার জল ঢুকে গেছে পরিস্থিতির দিকে নজর রাখছে এলাকার মানুষ রাত জেগে।