মলয় দে নদীয়া:-আজকের দিনে অর্থাৎ পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর ১০৮ কলসের জলে স্নান দর্শন অত্যন্ত পুণ্যের এমনটাই বিশ্বাস করেন ভক্তবৃন্দ।
কথিত আছে প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র ১৪ জন মানুর মধ্যে কেবলমাত্র সায়ম্ভব মনু একমাত্র এই স্বপ্নাদেশ পান।দেশ-বিদেশের বহু ভক্ত সমাগম তিল ধারণের জায়গা থাকে না পুরীতে, কিন্তু গতকাল ৪ঠা জুন রাত দশটা থেকে ৬ই জুন দুপুর দুটো পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী। ভক্তবৃন্দদের ভিড় এড়ানোর জন্য সকলকেই আবেদন জানিয়েছেন টিভির পর্দায় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখার জন্য।
আজকের এই বিশেষ দিনে মহাতীর্থ কালীঘাটে রুদ্ধদ্বার করে চোখে কাপড় বাঁধা অবস্থায় মহাকালীকা বিগ্রহকে স্নান করানোর রীতি প্রচলিত আছে। শ্রী শ্রী রামকৃষ্ণের পবিত্র ভষ্মাস্থির আধার যা “আত্মারামের কৌটো”বা “শ্রীজী” অত্যন্ত নিষ্ঠার সাথে স্নান করানো হয় আজকের দিনে। ১৮৫৫ সালের ৩১শে মে এই তিথিতেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর পূণ্যভূমি।
সবচেয়ে মজার বিষয়,স্থানের পর জগন্নাথ দেবের জ্বর হয়। ১৫ দিন অন্দর কক্ষে থেকে রাজবৈদ্যের সেবায় সুস্থ হয়ে তিন ভাইবোন রথের দিন রথে চেপে মাসির বাড়ি যান।