রানাঘাটের রামনগরে টিএমসিপির উদ্যোগে মাস্ক ও হ্যান্ডস‍্যানিটাইজার বিতরণ

Social

রমিত সরকার,রানাঘাট: আন লক ওয়ানে প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে প্রায় সকলকেই। বর্তমানে বাইরে বেরোলেই সবথেকে প্রয়োজনীয় যেই দুইটি জিনিস তা হল মাস্ক ও হ্যান্ডস‍্যানিটাইজার। তা যাতে সবার কাছে থাকে সেই ভাবনা কে সামনে রেখে রাণাঘাট ১নং ব্লকে সন্ন্যাসী বাজার হাটে আজ মাস্ক ও হ্যান্ডস‍্যানিটাইজার বিতরন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষের সহযোগিতায় রামনগর ১নং অঞ্চল টিএমসিপি তত্ত্বাবধানে এই বিতরণ হয়।

উপস্থিত ছিলেন রামনগর ১নং অঞ্চলের প্রধান তথা রানাঘাট ১নং ব্লক টিএমসিপি,র প্রাক্তন সভাপতি শ্যাম সুন্দর ঘোষ, নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য, অঞ্চল টিএমসিপি সভাপতি আশিষ ঘোষ, ব্লকের যুব সম্পাদক তথা রানাঘাট কলেজে প্রাক্তন এজিএস উত্তম দাস, রানাঘাট কলেজের আর এক প্রাক্তন এজিএস তথা ব্লক টিএমসিপি সাধারন সম্পাদক রাহুল দাস সহ অনেকে। এদিন ৬০০ টি মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার বিতরণ করা হয়।

এই প্রসঙ্গে ধীমান ভট্টাচার্য্য বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী সকল ছাত্র ছাত্রীদের মাস্ক দেবেন বিদ্যালয় গুলো খুললেই। এখন আনলক ওয়ান এ সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বেরোছেন। আনেকেই মাস্ক  পরে বের হয়না,তাই তাপস কুমার ঘোষের সহযোগিতায় আমরা টিএমসিপির ভাইরা মাস্ক ও হ্যান্ড-স্যানিটাইজার দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করলাম।

Leave a Reply