নদীয়ার নবদ্বীপে শুরু হলো ১৯তম বইমেলা

Social

মলয় দে নদীয়া:- প্রতি বছরের ন্যায় নবদ্বীপ পৌরসভার উদ্যোগে এ বছরও গতকাল শনিবার থেকে শুরু হলো নদীয়ার নবদ্বীপে ১৯ তম চৈতন্য বইমেলা। বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বই মেলা চলবে আগামী ২৭শে জানুয়ারি পর্যন্ত

১০ দিন ব্যাপি এই বইমেলা উপলক্ষে এই দিন দুপুর তিনটে নাগাদ নবদ্দীপ তাঁত কাপড় হাট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পীরতলা অ্যাথলেটিক ক্লাব ময়দানে বইমেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্দীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, উপ পৌরপতি শচীন্দ্র বাসক, তাপস ঘোষ কর্মাধ্যক্ষ নবদ্দীপ পঞ্চায়েত সমিতি ও অন্যান্য গুণী ব্যক্তি বর্গ।

এছাড়াও এদিনের পদযাত্রায় অংশগ্রহণ করে নবদ্দীপ পৌরসভার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাগণ ও গুণীজন ব্যক্তিরা। বইমেলা প্রাঙ্গণে যুগপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাসার। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তাপস কুমার মন্ডল, স্থানীয় বিধায়ক পৌর পিতা ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুন আশিস সরকার নবদ্বীপ থানার আইসি কল্লোল কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply