কলাকুশলীদের আয়োজনে শান্তিপুর কলাতীর্থে চিত্র প্রদর্শনী

Social

মলয় দে, নদীয়া : নদীয়া জেলার শান্তিপুর পাবলিক লাইব্রেরি নিকটস্থ শান্তিপুর কলাতীর্থে ২৩শে ফেব্রুয়ারি সমাপ্ত হলো শান্তিপুর কলাকুশলীর আয়োজনে এক বিশেষ চিত্র প্রদর্শনী ।

শান্তিপুর কলাকুশলীর সদস্য দ্বিব্যেন্দু দে ও অখিলেশ রায় জানান প্রতি বছর সর্বমোট তিনবার চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় তাদের সংস্থার উদ্যোগে , তবে এবছর করোনা পরিস্থিতির কারণে তাদের অনুষ্ঠানের কিছুটা বিলম্ব ঘটলেও বিগত ১৮শে ফেব্রুয়ারি থেকে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ১৭ জন সদস্য নেতৃত্বাধীন শান্তিপুর কলতীর্থে অনুষ্ঠিত হলো তাদের চিত্র প্রদর্শনী ।

সমস্ত প্রদর্শনীটি জুড়ে রয়েছে সুনিপুণ তুলির টানের অসামান্য সমস্ত শিল্পকর্ম যেন জীবন্ত হয়ে উঠেছে । কোথাও প্রাকৃতিক দৃশ্যাবলী , কোথাও মধ্যবিত্ত মানুষের জীবন কথা , কখনো মাতৃত্ব আবার সুনিপুণ তুলির টানে শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ও ফুটিয়ে তোলা হয়েছে ।

শুধু তাই নয়, রয়েছে বেশ কয়েক প্রকার কারুকার্য ময় শিল্পের সমাহার । প্রদর্শিত হয়েছে সুচিশিল্প , করোনা প্রেক্ষাপটের বিশেষ চিত্র । তবে উক্ত প্রদর্শনীতে বিভিন্ন স্বাদের চিত্র ও অসামান্য শিল্প কর্মে শিল্প সংস্কৃতি প্রেমী শান্তিপুরের মানুষেরা প্রত্যেকেই আপ্লুত । তবে কথোপকথন সূত্রে জানা গেল শান্তিপুর কলাকুশলী নেতৃত্বাধীন সমস্ত শৈল্পিক কর্মকাণ্ডের পরিচালনা শান্তিপুরের বিশিষ্ট চিত্র শিল্পী অরুণ সরকারের নেতৃত্বেই অনুষ্ঠিত হয়ে থাকে ।

Leave a Reply