করোনাই আক্রান্ত পরিযায়ী শ্রমিক সুস্থ হয়েও ঘরে ফিরতে বাধা এলাকাবাসীর

Social

মলয় দে নদীয়া: শান্তিপুর শহরে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী গত মাসের ২২ তারিখে কল্যাণী কোভিড হাসপাতালে ভর্তি হন। গতকাল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে নদীয়ার শান্তিপুরের এক নম্বর ওয়ার্ডের রাধানগর পাড়ায় তার নিজের বাড়িতে ফেরেন সন্ধ্যে ছটা নাগাদ।

কিন্তু আতঙ্কিত এলাকাবাসীর নানান প্রশ্ন উত্তরে কেটে যায় প্রায় এক ঘন্টা, এমনকি তার ফেরত আসার খবর পেয়ে বাড়িতে ঢোকার গলিতে বাঁশ বেঁধে রাখা হয়। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বব্রত ঘোষ এবং শান্তিপুর থানার প্রশাসন এলাকাবাসীকে বোঝাতে সক্ষম হয়। তারপরে ঘরের ছেলে ঘরে ফেরে মহা সমাদরে।

এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, প্রশাসন বা স্বাস্থ্যকর্মী কেউই পরিষ্কার করে কিছু বলে যাননি। এলাকাই একটা অ্যাম্বুলেন্স এসে হঠাৎই নামিয়ে দিয়ে যায় তাকে, পরবর্তীতে তার সুস্থতার কাগজপত্র দেখে ভ্রম ভাঙ্গে তদের। ঘরের ছেলে ঘরে ফিরবে এতে বাধা কোথায়? নিজেদের নিরাপত্তার কথা ভেবেই যাচাই করা হচ্ছিল বিষয়টি।

Leave a Reply