মলয় দে, নদীয়া :-রাত পোহালেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। করোনা ভাইরাস ও লকডাউন এর জেরে এক সাথে লোকজনের সমাবেশ থাকা চলবে না । তাই সাধারণ ভাবে কোনো জাঁকজমক না করে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্টিত হবে। পূজো অর্চনা হলেও ভিড় সমাগম করা হবে না ।
পাশাপাশি এই দিন সকাল সকাল পূজো অর্চনা করে জগন্নাথ দেব ১৫দিনে ঘর বন্ধী থাকবেন। মন্দিরে জগন্নাথ দেবের পূজো করা যাবে না। রথের দিন জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে।
আর কিছুদিন পর রথযাত্রা তবে এবছর মানুষের মনে তেমন উৎফুল্ল নেই তেমন ঘর বন্ধী হয়ে কবে এমন পরিস্থিতি থেকে মুক্তি পাবে সেটাই এখন বড় প্রশ্ন দাঁড়িয়েছে।
এর মধ্যে নানা অনুষ্টান নানা উৎসব চলে যাচ্ছে কেউ সেভাবে সামিল হতে পারছে না। এই বার রথ যাত্রা আর কিছুদিন পর আর সেটাও লক ডাউন এর জেরে এই প্রথম রাস্তায় বের হবে না রথ । হবেনা রথ যাত্রা নোমো নোমো করে অনুষ্টিত হবে রথ । রথ দেখা কলা বেচা আর কিছুই হবেনা।ফলে নদীয়াবাসী মনঃকষ্ট ভুগছে ।