সাইবেরিয়া থেকে উড়ে এলো পরিযায়ী পাখিরা কুলিক পাখিরালয়ে

Social

রায়গঞ্জঃ করোনার লকডাউনের কারনে প্রকৃতির দূষন অনেকটা কমেছে। আর সেই কারনে নিদির্ষ্ট সময়ের আগেই সুদূর সাইবেরিয়া থেকে উড়ে এসে ভিড় করতে শুরু করেছে পরিযায়ী পাখিরা।

সাধারনতঃ জুলাই মাসে এই পরিযায়ী পাখি রায়গঞ্জের কুলিক বনাঞ্চলে আসে। কিন্তু এবছর এক মাস আগেই এসে গিয়েছে। কুলিক বনাঞ্চচলের গাছ তখন ভরে উঠেছে সাদা পাখিদের ভিড়ে।

করোনার লকডাউনের কারনে কুলিক বনাঞ্চল দুমাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এশিয়ার বৃহত্তম এই পক্ষি নিবাস। উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা দ্রুত কুলিক পাখিরালয়টি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানাচ্ছেন। যদিও বনদপ্তরের দাবি, সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কোনওভাবেই কুলিক পাখিরালয় সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া যাবে না। এবিষয়ে রায়গঞ্জ ডিভিশনের ডিএফও সোমনাথ সরকার বলেন, প্রজনন এবং প্রজনন পরবর্তী সময়ে পাখিদের নানা কার্যকলাপ, সমস্ত কিছুই এই কুলিক পাখিরালযয়ে সম্পন্ন হয়ে থাকে। কখনও কখনও পাখিদের সংখ্যা বৃদ্ধি পায়। আবার কখনও কখনও বা সংখ্যা কমে যায়।

গত কয়েক বছরে পাখিদের আসা-যাওয়ার সংখ্যার কিছু তফাৎ দেখা গেলেও তাদের আসার সময়ে কোনও আগুপিছু কিন্তু দেখা যায়নি।

Leave a Reply