দেবু সিংহ,মালদা : মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন কৃষ্ণপল্লী এলাকায় রেললাইনের ধার থেকে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন রেললাইনের ধারে আবর্জনার মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান তারা।
তাদের অনুমান মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ওই সদ্যজাত শিশুর দেহ ফেলা হতে পারে। শিশুটির হাতে ক্লিপ লাগানো রয়েছে।
স্থানীয়রা খবর দেন ইংরেজবাজার থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কে বা কারা সদ্যজাত শিশুর মৃতদেহ আবর্জনায় ফেলেছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।