নদীয়ার নবদ্বীপে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার

Social

মলয় দে, নদীয়া:-  নদীয়ার নবদ্বীপে বিষাক্ত চন্দ্রবোড়া সাপ উদ্ধার । নবদ্বীপ প্রতাপনগর রোড গঙ্গানগর এলাকা থেকে উদ্ধার করা হলো বিষাক্ত একটি চন্দ্রবোড়া সাপ। যার জেরে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। এদিন সকালে নবদ্বীপের গঙ্গানগর এলাকার এক যুবক দেখতে পায় একটি কচু গাছের পাশেই ছিলো বিষাক্ত দীর্ঘ প্রায় এই চন্দ্রবোড়া সাপটি। এরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় জমাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নবদ্বীপ পৌরসভার কর্মী মহাদেব সরকারকে।

খবর পেয়েই মহাদেব বাবু ঘটনাস্থলে ছুটে এসে তাঁর তৎপরতার সাথে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে প্লাস্টিক যারে বন্দি করেন। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তরের এক কর্মী এসে সাপটিকে  উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply