মলয় দে, নদীয়া:- জৈষ্ঠ্য মাসের এই দশমীতে তিথিতে গঙ্গা পূজার রেওয়াজ বহু পুরনো। মাঝি, মৎস্যজীবী, গঙ্গার পাড়ে বসবাসকারী সহ গ্রাম বাংলার বহু ভক্ত হাজির হন এই পুজোয়। কথায় আছে গঙ্গা জলে গঙ্গা পূজা সেই বিখ্যাত প্রবাদ এই পূজাকে কেন্দ্র করে। গঙ্গার পাড়ে নতুন বস্ত্র পরে সকাল থেকে লেগে যায় পুজোয়, সারাদিন মেলায় ঘুরতে ঘুরতে সময় কেটে যেতো ভক্তবৃন্দ দের।
মেলায় দোকানদারের খাওয়াদাওয়ার সময় পর্যন্ত থাকে না। সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার সরকারি অনুমতি পেলেও দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া কার্যত শুনশান গঙ্গাপাড়। কেন এমন হলো? দুই-একজন ভক্তবৃন্দ জানান ছোট বড় মাঝারি ব্যবসা শেষ হয়ে গেছে। মানুষের হাতে পয়সা কই! তাই ঠাকুর থাক মাথায়, পেটের ব্যবস্থা দরকার আগে।