মলয় দে, নদীয়া :- করোনা পরিস্থিতির কারণে, স্তব্ধ হয়েগেছিল জনজীবন! দীর্ঘ সময় বাদে তা থেকে ক্রমশই স্বাভাবিক হতে চলেছে । সাধারণ মানুষের কথা ভেবেই বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে খুলতে চলেছে একের পর এক সংস্থা, সরকারি দপ্তর ।
বিগত মার্চ মাসে একমাস সময়ের জন্য স্বাভাবিক নিয়মে খোলা হলেও তা আবার ২৯শে এপ্রিল পুনরায় বন্ধ হয়ে যায় সংক্রমনের বাড়বাড়ন্তে। গতকাল গ্রন্থাকার দপ্তরের নির্দেশ অনুযায়ী সপ্তাহে এবং বুধবার এই দুদিনের জন্য পাঠকদের উদ্দেশ্যে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে ৭ঘন্টার কার্যক্রম সময়ের খুলে দেওয়া হলো। প্রথম দিন পাঠক পাঠিকা অনেকে অবহিত না হলেও বেশ কয়েকজনকে দেখা গেল স্বাভাবিক ছন্দে স্বাস্থ্যবিধি মেনে পাঠরত অবস্থায়।
জেলার মোট ১১০ টি পাঠাগারের মধ্যে শান্তিপুরের সাতটি একই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়।