উত্তর প্রদেশ থেকে বাড়ি ফিরলেন ৪০ জন পড়ুয়া 

Social

উত্তর দিনাজপুর : দীর্ঘ লকডাউনে আটকে থেকে অবশেষে ঘরে ফিরে এলো পড়ুয়ারা। শুক্রবার সকালে ইসলামপুর আলুয়াবাড়ি রেলস্টেশনে নেমেছে প্রায় ৪০ জন ছাত্র। সকলেই উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের বাসিন্দা। মূলতঃ ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল এর উদ্যোগে সকলকেই মেডিকেল চেকআপ ও থার্মাল স্ক্রিনিং হয়। পড়ুয়াদের চেক আপের পর গোয়ালপোখর এর বিপ্রীত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটি বাসের ব্যবস্থা করা হয়।

ইসলামপুর পুরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, যাদের মেডিকেল চেকআপ করানো হলে তাদের কারও কোনো লক্ষণ না থাকায় সকলকেই স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইন এ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওই ছাত্ররা উত্তরপ্রদেশের সাহারানপুরে পড়াশোনা করত। রমজানের আগেই ওদের ছুটি হয়ে গেলেও যোগাযোগের অভাবে বাড়ি ফেরা হয়ে ওঠেনি। তাই এতদিন পর বাড়ি ফিরতে পেরে তারা আনন্দিত।

Leave a Reply