দেবু সিংহ মালদা : অচৈতন্য অবস্থায় এক প্রৌঢ়কে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করল পুলিশ।
শুক্রবার সকালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় দেখতে পায় স্থানীয় মানুষেরা। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা প্রৌঢ়ের চিকিৎসার ব্যবস্থা করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের নাম, বিনয় কুমার দাস(৬৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুর এলাকায়।
স্থানীয়দের অনুমান ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন ওই প্রৌঢ়। সেখান থেকে ফেরার পথে মালদায় কেউ বা কারা হয়তো তাকে মাদক দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট করেছে। এরপর অচৈতন্য অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায় সিঁড়িতেই পড়ে থাকে সে। স্থানীয়দের নজরে আসতেই তারা পুলিশে খবর দেয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড দেখে তার নাম পরিচয় জানতে পারে পুলিশ।
বর্তমানে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।