রমিত সরকার, তাহেরপুর : করোনার দাপটের মাঝে বাংলাকে তচনচ করে গেল আমফান। ঝড়ে ক্ষতি কম হয়নি মানুষের। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে রানাঘাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস কুমার ঘোষ।
গতকাল তাহেরপুর শহরে ৬টি ওয়াডে (৩,৪,৫,৬,৭,৮) প্রায় হাজারের বেশি পরিবার কে তাহেরপুর শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় তাপস কুমার ঘোষ নিজের উদ্দগে ত্রাণ তুলে দেন।
এদিন তাপস ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন শহর তৃণমূল সভাপতি সাধন সরকার, পৌরসভার প্রাক্তণ বিরোধী দলনেতা কাশিনাথ পাল, নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারন সম্পাদক ধীমান ভট্টাচার্য্য, প্রাক্তন কাউন্সিলর বিশ্বজিৎ কর, উমা দত্ত, রাজ্য পাশ্মশিক্ষক নেতা গোপাল দেবনাথ, শহর মহিলা সভাপতি সোমা সেন,এসটি-এসসি-ওবিসি সেল সভাপতি স্মরজিৎ ঘোষ, যুব সভাপতি শিবতোষ ঘোষ,যুব নেতা রিন্কু ধর, ছাত্র সভাপতি বিক্রম সাহা সহ অনান্য নেতৃত্ব।