সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কচ্ছপের ব্যবসা ! নদীয়ায় ক্রেতা সেজে সমাজকর্মীদের মাধ্যমে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার, আটক এক  

Social

মলয় দে নদীয়া:- রীতিমতো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে কচ্ছপের ব্যবসা করছিলেন এক দম্পতি ! নদীয়ায় নবদ্বীপ থেকে ক্রেতা সেজে সমাজকর্মীদের মাধ্যমে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো।নবদ্বীপ থানার মাধ্যমে আটক করা হয়েছে একজনকে। কচ্ছপ তিনটি উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা।

জানা যায় কয়েকদিন আগে সোস্যাল মিডিয়ায় এক দম্পতি কচ্ছপ বিক্রির কথা জানান , সেই পোস্ট দেখেই কয়েকজন পরিবেশ প্রেমী তাদের কাছে জানতে চায় কচ্ছপের দাম এবং কোথায় গেলে পাওয়া যাবে । সেই মতো ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নবদ্বীপ থানার পুলিশকে জানালে সেখানে পুলিশ গিয়ে একজনকে এরেস্ট করে। জানা যায় ঐ দম্পতি এক্যোরিয়ামের মাছ বিক্রি করতেন।

তাদের কাছ থেকে তিনটি কচ্ছপ উদ্ধার হয় । তাদের মধ্যে দুটি ইন্ডিয়ান রুপটেড টার্টেল যা বন্যপ্রাণ প্রাণী আইনের শিডিউল ওয়ান এর মধ্যে পড়ে। বাকি ১টি সফটসেল টার্টেল ।

তাদের বাড়ি নবদ্বীপ শহরের প্রতাপনগর গঙ্গা নগর এলাকায়। বন দপ্তরের কর্মীরা কচ্ছপ তিনটি ও আটক ব্যক্তিকে কৃষ্ণনগর রেঞ্জে নিয়ে আসে।

Leave a Reply