মাইনে পরিশোধ না করলে নতুন সেশন এর বই মিলবে না, অভিভাবকদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

Social

মলয় দে নদীয়া: ফি বৃদ্ধি সহ আরও দুই দফা দাবীতে বৃহস্পতিবার সকালে নদীয়ার রানাঘাট আইশতলায় একটি বেসরকারী স্কুলের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবক এবং অভিভাবিকারা।

করোনা আবহে রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেখানে দাড়িয়ে স্কুল কতৃপক্ষ ফোনে ম্যাসেজ দিয়ে বার বার জানিয়ে দিচ্ছেন অতিরিক্ত টাকা প্রদান না করলে নতুন সেশনের পাঠ্য পুস্তক দেওয়া হবে না জানালেন অভিভাবকরা ।

অভিভাবকদের দাবী করোনা মহামারীতে সব কিছুই বন্ধ মানুষের হাতে অর্থ নেই আর স্কুল কতৃপক্ষ এভাবে নোটিশ জারি করায় চরম ক্ষোভে সৃস্টি হয়।মোট তিন দফা দাবীতে আজ ওই বেসরকারি স্কুলের অভিভাবকদের বিক্ষোভ। এরপর স্কুল কতৃপক্ষের তরফে কোন সদুত্তর না মেলায় বাধ্য হয়ে তারা ৩৪ নং জাতীয় সড়কে বসে রাস্তা অবরোধ করেন।

খবর পেয়ে ছুটে আসেন রানাঘাট থানার পুলিশ। পুলিশি আশ্বাসের পরে অবরোধ ওঠে। যদিও এবিষয়ে ওই বেসরকারি স্কুল কতৃপক্ষের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। অভিভাবকদের আরও অভিযোগ আমরা এর আগে এবিষয়ে রানাঘাট মহকুমা শাসকের কাছে একটি লিখিত আবেদন জানিয়েছি।অভিভাবিকদের আরও দাবী লক ডাউন যতদিন চলবে অভিভাবকেরা ততদিন স্কুলের মাইনে দিতে পারবেব না। এছাড়া ওই বেসরকারি স্কুলের দিল্লী বোর্ডের কোন অনুমোদন আছে কিনা তাও তারা জানেন না। তাই রীতিমত ধন্ধে অভিভাবকেরা।

Leave a Reply