প্রান্তিক মানুষদের সাহায্যে ও হোমিওপ্যাথি ওষুধ বিতরণে শ্রী গুরু সংঘ

Social

মলয় দে নদীয়া:- ধর্ম মানুষের আচরণ বিধি শেখায়, তাই বলে বিজ্ঞান বা চিকিৎসা বিপক্ষে গিয়ে নয় এমনটাই জানালেন নদীয়া জেলার শান্তিপুরের গোবিন্দপুর এর  শ্রী গুরু সংঘ শাখার দায়িত্বে থাকা গোপাল তাম্বুলী।

সারাবাংলায় ছড়িয়ে থাকা আচার্যবর পরিব্রাজক কাম্যবর শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব প্রতিষ্ঠিত “শ্রী গুরু সংঘ”।
শান্তিপুরে এই শাখাটি সারাবছর একটি দাতব্য হোমিও চিকিৎসালয় চালান ড: মানস কুমার ফনি।

গতকাল প্রায় ৪০০ গুরু ভাই বোনেদের এবং এলাকার প্রান্তিক মানুষদের চাল, ডাল, সোয়াবিন সহ কিছু খাদ্যদ্রব্য এবং তাদের স্বাস্থ্যের কথা ভেবে আর্সেনিকাম অ্যালবাম ৩০ হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় “কেন্দ্রীয় সরকারের আয়ুষ বিভাগের পরীক্ষিত সম্পূর্ন পার্শপ্রতিক্রিয়াহীন এই হোমিওপ্যাথি ওষুধ টি পরপর তিন থেকে চারদিন ছফোটা নিয়মিত সেবনে ইম্যুনিটি পাওয়ার বাড়বে। শুধু করনা নয় এ সময় ঠান্ডা লাগা সংক্রান্ত যে কোন উপসর্গতে এই ওষুধটি দিয়ে থাকেন ডাক্তারবাবুরা।”

Leave a Reply